রকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে সম্পৃক্ত করার লক্ষ্যে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমকে জোরদারকরণের জন্য প্রতিটি হাসপাতালে আইন অনুযায়ী নিবন্ধিত রোগীকল্যাণ সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যমান রয়েছে। এ সংগঠন ১৯৬১ সনের ৪৬ নং ‘স্বেচ্ছামূলক সমাজকল্যাণ প্রতিষ্ঠান (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অর্ডিন্যান্স’ এর আওতায় নিবন্ধিকৃত। সংগঠনটি সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট সমাজকর্মী, দানশীল ও বেসরকারি ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত। নিবন্ধিত সমিতিগুলো মূলত হাসপাতাল সমাজসেবা কার্যক্রমকে সার্বিক সহায়তা প্রদানসহ রোগীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে রোগীকল্যাণ সমিতির তহবিল সংগ্রহ ও সেবার মান উন্নয়নের জন্য পরামর্শ প্রদান করে থাকে। এ পর্যন্ত মোট ৫১৮টি রোগীকল্যাণ সমিতি নিবন্ধিত হয়েছে।
এ কার্যক্রমের শুরু থেকে জুন ২০১৭ পর্যন্ত হাসপাতালে আগত গরীব, অসহায় ও দুস্থ রোগীদের রোগীকল্যাণ সমিতির মাধ্যমে ঔষধ, রক্ত, বস্ত্র, ক্রাচ, হুইলচ্ছোর, কৃত্রিম অঙ্গ প্রদানের মাধ্যমে উপকৃত এবং আর্থিক, সামাজিক ও অন্যান্যভাবে উপকৃত রোগীর সংখ্যা ৩ কোটি ৬ লক্ষ ৯২ হাজার ৯৯৯ জন
উপজেলা রোগী কল্যাণ সমিতি: কাজীপুর, রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, কামারখন্দ, বেলকুচি ও চৌহালী
যোগাযোগ:
০১। উপজেলা সমাজসেবা কার্যালয়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ http://dss.ullapara.sirajganj.gov.bd
০২। উপজেলা সমাজসেবা কার্যালয়, বেলকুচি, সিরাজগঞ্জ http://dss.belkuchi.sirajganj.gov.bd
০৩। উপজেলা সমাজসেবা কার্যালয়, চৌহালি, সিরাজগঞ্জ http://dss.chauhali.sirajganj.gov.bd
০৪। উপজেলা সমাজসেবা কার্যালয়, কামারখন্দ, সিরাজগঞ্জ http://dss.kamarkhand.sirajganj.gov.bd
০৫। উপজেলা সমাজসেবা কার্যালয়, কাজীপুর, সিরাজগঞ্জ http://dss.kazipur.sirajganj.gov.bd
০৬। উপজেলা সমাজসেবা কার্যালয়, রায়গঞ্জ, সিরাজগঞ্জ http://dss.raigonj.sirajganj.gov.bd
০৭। উপজেলা সমাজসেবা কার্যালয়, শাহজাদপুর, সিরাজগঞ্জ http://dss.shahjadpur.sirajganj.gov.bd
০৮। উপজেলা সমাজসেবা কার্যালয়, তাড়াশ, সিরাজগঞ্জ http://dss.tarash.sirajganj.gov.bd
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS