দেশের বিপদাপন্ন, দুঃস্থ ও অসহায় শিশুকে প্রয়োজনীয় সেবা প্রদান করার জন্য ২৭ অক্টোবর ২০১৬ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন টোল ফ্রি “শিশুর সহায়তায় ফোন ১০৯৮” [Child Helpline 1098]
সমাজসেবা অধিদফতরাধীন সিএসপিবি প্রকল্পের আওতায় এটি পরিচালিত হচেছ। দেশের সকল ল্যান্ড ফোন ও মোবাইল ফোন থেকে এখানে (১০৯৮) বিনামূল্যে যোগযোগ করা যাবে। এ কার্যক্রমের আওতায় অক্টোবর ২০১৫ থেকে সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত বিভিন্ন বিভাগ থেকে প্রাপ্ত ফোন কলের সংখ্যা ৪৫৭০৫ টি ।
সারাদেশে মোট কল গ্রহণ ৪৫৭০৫টি |
|
বিষয় |
উপকারভোগী শিশু সংখ্যা |
বাল্যবিবাহ বন্ধ |
৩৭৯ |
কাউন্সিলিং |
৪১০ |
আইনী সহায়তা |
১৩১ |
চিকিৎসা সেবা |
১৮৩ |
নিরাপদ আশ্রয় |
২১ |
ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে উদ্ধার |
১৯ |
রেফারাল এর মাধ্যমে সহায়তা |
৯২৭ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS